জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের বিষয়ভিত্তিক ২য় মেধা তালিকা ১৯ সেপ্টেম্বের প্রকাশ করা হবে। ঐদিন বিকাল ৪টার পর থেকে প্রথমে এস.এম.এস এর মাধ্যেম ফলাফল প্রকাশ করা হবে। তারপর রাত ৯টার পর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেও ফলাফল প্রকাশ করা হবে।
এই মেধা তালিকায় স্থান প্রাপ্ত ভর্তিচ্ছু কোন প্রার্থী পূর্ববর্তী শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২৬ সেপ্টেম্বের ২০২১ তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে। একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন প্রার্থী স্নাতক (সম্মান), স্নাততক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে। চলুন জেনে নেওয়া যাক ফলাফল জানার নিয়মসমূহঃ
এস.এম.এস এর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ফলাফল জানার নিয়মঃ
বিকেল ৪টার পরে প্রথমে মোবাইলে এস.এম.এস এর মাধ্যমে ফলাফল করা হয়। এস.এম.এস এ ফলাফল দেখার নিয়ম নিচে দেওয়া হলোঃ
NU<space>ATHN<space>আপনার ভর্তি পরীক্ষার রোল নম্বর
উদাহরণঃ NU<space>ATHN<space>12345
এরপর পাঠাতে হবে 16222 এই নম্বরে।
এখানে, NU= National University
ATHN= Admission Test Honours
Admission Roll No= অনলাইনে ভর্তির আবেদন ফরমে প্রাপ্ত রোল নম্বর বোঝানো হয়েছে।
অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির ফলাফল জানার নিয়মঃ
National University Honours Admission 1st Merit List Result 2020-21
অনলাইনে ফলাফল
রোল ও পিন নম্বর ভুলে গেলে এই লিঙ্ক থেকে পুনরুদ্ধার করে নিন।
প্রথম মেধা তালিকায় ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখসমূহঃ
- ১ম মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চুড়ান্ত ভর্তি ফরম পূরণ করার তারিখঃ ১৯/০৯/২০২১ থেকে ২৬/০৯/২০২১
- ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করে ভর্তি ফি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমাঃ ২০/০৯/২০২০ থেকে ২৭/০৯/২০২১
- সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ১ম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ ২০/০৯/২০২১ থেকে ২৮/০৯/২০২১
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষে ভর্তির ২য় মেধাতালিকা বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন
0 Comments